সাম্প্রতিক শিরোনাম

সাহেদকে ধরতে এত দেরি হলো কেন: রিজভী

বিরোধী দলের নেতাকর্মীদের নামে কোন অভিযোগ পেলে আইনশৃংখলা বাহিনী দ্রুততম সময়ের মধ্যে ধরে ফেললেও রিজেন্ট হাসপাতালের কর্ণধার সাহেদকে ধরতে এত দেরি হলো কেন এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে হোমিওপ্যাথিক মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এই প্রশ্ন তুলেন। জাতীয়তাবাদী হোমিও চিকিৎসক এ্যাসোসিয়েশন এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

তার মা মহিলা আওয়ামী লীগের নেতা ছিলেন। সাহেদ নিজেও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য। এ ছাড়া সাহেদ আওয়ামী লীগের পক্ষে টেকশো করতো। আওয়ামী লীগের লোকদের প্রশ্রয়ে এতো লুটপাট করে, বাটপারি করে, টাকা ইনকাম সাহেদ এখন হাওয়া ভবনের লোক হয়ে গেলো? নিজেদের দোষ চাপা দেয়ার জন্য আওয়ামী লীগ নেতারা সাহেদকে এখন হাওয়া ভবনের লোক বলছে।

যত বাটপার, যত ঠগ, যত ক্যাসিনো-দুর্নীতিবাজ সব আওয়ামী লীগের লোক। আর যখন এটা প্রচার-প্রকাশ হয়ে গেছে তখন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে ওরা বিএনপি করতো, জামায়াত করতো। এসব বলে তারা জনমনে এখন বিভ্রান্তি তৈরী করছে। 

সাতক্ষীরা থেকে ভোরে রিজেন্ট হাসপাতালের কর্ণধার মো. সাহেদের গ্রেফতারের ঘটনা ‘কোমেডি’ না ‘ট্যাজেডি’ নাটক? আইনশৃংখলা বাহিনীকে উদ্দেশ করে তিনি বলে আপনারা ছাত্রদল নেতা আকরামকে খুজে পান, টিটো হায়দারকে খুজে পান, পিলকে খুজে পান অথচ এতদিন রিজেন্টের মালিক সাহেদকে খুঁজে পাননি। সাহেদ নাকি পালানোর সময় নৌকার মধ্যে সাতক্ষীরার কোনো অঞ্চল থেকে ধরা পড়েছে। আমরা তা জানি না। এটা মানুষকে বোকা বানানোর চেষ্টা। আওয়ামী লীগ যে নাটক তৈরী করতে পারে সেটা আমরা জানি।

আওয়ামী লীগ এখন আরেকটা নাটক করে শরিয়তপুরে বিএনপির ধানের শীষের প্রার্থী মিয়া নুরুউদ্দিন অপুকে রিমান্ডে নেয়া হয়েছে। কেনো জানেন? তাকে টর্চার করে পুলিশের শেখানো বুলি তার মুখ দিয়ে বের করবে। রিজভী বলেন, জেকেজি, রিজেন্ট হাসপাতালের ভূয়া সনদ এবং এখানকার যে ঠকবাজী, বাটপারী সারা দেশ ও বিশ্বে উন্মোচিত হয়েছে। এখন এটাকে আড়াল করার জন্য আরেকটা নাটক তৈরি করবে নুরউদ্দিন অপুকে দিয়ে, তাকে দিয়ে টর্চার করে নানাভাবে তার মুখ দিয়ে বলানোর চেষ্টা করবে এগুলোর সঙ্গে আর কারো নাম দেয়া যায়। 

রিজভী বলেন, এই করোনা পরিস্থিতিতেও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অর্থাৎ এতোদিন অপুর ওপর অত্যাচার, তার ওপর আক্রমন করলো আওয়ামী লীগ, নির্বাচনের মুহুর্তে তাকে ঢাকাতে চিকিৎসার জন্য নিয়ে আসা হলো। তার ওপর কত রিমান্ড গেছে। এই মুহুর্তে আবার অপুকে রিমান্ডে নেয়া হয়েছে। তাহলে নাটকটা এবার পরিস্কার বুঝতে পারছে সবাই। নাটকটাকে একেবারে ক্লাইমেক্সে নিয়ে যাওয়ার জন্যে এই ঘটনা করা হচ্ছে যে, বিএনপি নেতা অপুকে নতুন করে রিমান্ডে নিয়ে তার মুখ দিয়ে কিছু বলানোর জন্য। যাতে সাহেদ কান্ড, জেকেজি কান্ড এগুলো আড়াল হয়ে যায়। দেশের এই অবস্থা থেকে উত্তরণে জনগনকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান রিজভী। 

রুহুল কবির রিজভী বলেন, জনগনকে অবিশ্বাস করে বলেই, জনগনকে অবজ্ঞা করে বলেই আওয়ামী লীগ সরকার রাতের অন্ধকারে নির্বাচন করে, তারা ভোটার ছাড়া নির্বাচন করে। কারণ, তারা জনগন যে একটা শক্তি সেটাকে পাত্তাই দেয় না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মো. সাহেদের একটি টকশোর প্রসঙ্গ টেনে রিজভী বলেন, টকশো ভিডিওতে দেখলাম সে বলছে, সবাই এই সরকারকে চায়, বিরাট রাজনৈতিক বিশ্লেষক তিনি নির্বাচনের ব্যাখ্যা দিচ্ছেন কেনো আওয়ামী লীগ জিতবে। যেমন সাহেদ তেমনি তার সরকার, তেমনি তার কথাবার্তা। এসব লোক কি করে টকশোতে আমন্ত্রণ পান? 

আয়োজক সংগঠনের সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী স্বপনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাসচিব শাহজালাল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি সামছুজ্জোহা আলম, সহ-সভাপতি আজিজুর রহমান, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরের দক্ষিনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শ্যামপুর থানা মহিলা দলের সভানেত্রী নাসিমা তালুকদার প্রমুখ।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...