রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে মাত্র ২৪ ঘণ্টায় ৯২ টি অভিযোগ পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গে্রপ্তার শাহেদের ব্যাপারে অভিযোগ থাকলে তা জানাতে হটলাইন চালু ও ইমেইল ঠিকানা দিয়েছিল র্যাব। তাতে এসব অভিযোগ জমা পড়েছে।
হটলাইন নম্বরে ৭২টি ও ইমেইল ঠিকানায় বিশটি অভিযোগ জমা পড়েছে।
এদিকে শনিবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ জানায়, সাহেদ নকল পিপিই ও মাস্ক সরবরাহ করেছে।
ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বলেন, ‘আলবার্ট গ্লোবাল গার্মেন্টস ফ্যাক্টরি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করে পিপিই ও মাস্ক সরবরাহ করছিলেন সাহেদ। তিনি বলেন, আদতে ওই নামে কোনো প্রতিষ্ঠান সাহেদের নেই। তিনি ওয়েবসাইট খুলে ব্যবসা করছিলেন।
করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতিসহ নানা প্রতারণার অভিযোগে ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। এরপর আত্মগোপন করেন সাহেদ। গত বুধবার সাতক্ষীরা থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়। দশদিনের রিমান্ডে সাহেদ এখন গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে আছেন।