সিলেট সীমান্ত: ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে সিরাজ উদ্দিন (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত সিরাজ মিয়া উপজেলার রুস্তমপুর ইউনিয়নের দমদমা গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় একজন বাংলাদেশি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিকেলে সীমান্ত এলাকায় গরু চরাতে যান সিরাজ। এ সময় একটি গরু ভারতের অভ্যন্তরে ঢুকে গেলে তিনি সেখান থেকে সেটি নিয়ে আসার চেষ্টা করেন। তখন খাসিয়াদের গুলিতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এর আগে গত ১০ জুন একই এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে মিন্টু মিয়া (২৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছিলেন।