সাম্প্রতিক শিরোনাম

সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজারের জুড়ি উপজেলার বিটুলী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুল মুমিন বাপ্পা (৩৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার ভোররাতে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বিটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে ভারতের অভ্যন্তরে ওই যুবকের মরদেহ পাওয়া যায়।

নিহত বাপ্পা একই ইউনিয়নের পূর্ব বিটুলী গ্রামের আবদুর রউফের ছেলে। ফুলতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মইনুদ্দিন জানান, বাপ্পা গরু ব্যবসায়ী ছিলেন। ভোররাতে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বিটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে ভারতের ইয়াকুবনগর এলাকায় ভারতীয় সীমান্তের ১৮২২ নম্বর পিলারের কাছে বাপ্পার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

প্রায় দুই বছর আগে একই স্থানে বাপ্পার চাচা আব্দুল কালাম বিএসএফের গুলিতে নিহত হন।

এ ব্যাপারে বিজিবির-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিজিবি এ বিষয়ে বিএসএফকে চিঠি দেবে বলে জানান তিনি।

বিজিবির-৫২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিইও) শাহ আলম সিদ্দিকী মুঠোফোনে কালের কণ্ঠকে বলেন, ‘জানতে পেরেছি একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। পুরোটা নিশ্চিত হতে পারিনি।

নিশ্চিত হলে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক করে নিহতের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...