স্কুল ছাত্রীকে কোচিংয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগে কুমিল্লায় শিক্ষকের বিরুদ্ধে

স্কুল ছাত্রীকে কোচিংয়ে আটকে রেখে একাধিক বার ধর্ষণের অভিযোগে কুমিল্লায় শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

এতে আসামি অভিযুক্ত শিক্ষক তারেকসহ ৫ জন।

সোমবার বিষয়টি নিশ্চিত করেন, বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিশাত সালাউদ্দিন।

বিবরণে বলা হয়, প্রতিদিন কোচিং শেষে ঐ ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করতেন শিক্ষক তারেকুর রহমান।

২৪ এপ্রিল ঐ ছাত্রীর অন্তঃসত্ত্বার বিষয়টি ধরা পড়ে। ৩০ এপ্রিল গ্রাম্য সালিশে ছাত্রীকে বিয়ের করার সম্মতি জানান শিক্ষক তারেক।

বাচ্চা প্রসবের পর তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়, তারেক ও তার পরিবার।

এরপর ভুক্তভোগীর বাবা বাদি হয়ে মামলা করেন।