লালমনিরহাট প্রতিনিধি : জেলার হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
গত (১৮ ডিসেম্বর) সকালে হাতীবান্ধা উপজেলার চৈতাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি জেলা রেলওয়ে পুলিশ।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ট্রেনটি বুড়িমারীর দিকে যাচ্ছিল। পরে চৈতাপাড়া নামক স্থানে পৌঁছালে ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাহারুল ইসলাম বলেন, ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রেনের ধাক্কায় নাকি অন্যভাবে মারা গেছে সেটা পরিস্কার ভাবে বোঝা যাচ্ছে না এবং বলাও যাচ্ছে না। তিনি আরো বলেন নিহত যুবকের পরিচয় শনাক্ত করা গেলে বিষয়টি বোঝা যাবে।