বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউনে পুরো দেশ। প্রাণঘাতী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র, অসচ্ছল ও নিম্ন আয়ের ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন ইতালি প্রবাসী জলিলুর রহমান জলিল।
গত বুধবার (২০ মে) পবিত্র রমজান ও ঈদকে কেন্দ্র করে নিজ অর্থায়নে তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। তার খাদ্য সামগ্রীর মধ্যে ছিল – চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও শিশুদের জন্য ঈদের পোশাক।
জলিলুর রহমান জানান, আমাদের যাদের সামর্থ আছে আমরা সে অনুযায়ী এই মহামারীতে জনগনের পাশে দাড়াতে হবে। তিনি বলেন, ‘অসহায় মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার এ কর্মসূচি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এবং এই পুরোটা সময় মানুষের পাশে দাঁড়াতে চাই।’