সাম্প্রতিক শিরোনাম

২০ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত ফাঁসির আসামি

স্ত্রী ও কন্যাকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ জাহিদুর রহমান জাহিদ ২০ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন।

রূপসা উপজেলার নারিকেলি চাঁদপুর গ্রামের মৃত শেখ ইলিয়াস শেখের ছেলে জাহিদ। সোমবার সাড়ে ৬টার দিকে খুলনা কারাগার থেকে মুক্তি পান তিনি।

খুলনা জেলা কারাগারের সুপার মো. ওমর ফারুক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৯৪ সালে বাগেরহাটের ফকিরহাট থানার উত্তর পাড়ার ময়েন উদ্দিনের মেয়ে রহিমার সঙ্গে শেখ জাহিদুরের বিয়ে হয়। বিয়ের পর থেকে জাহিদ শ্বশুর বাড়িতে থাকতেন।

১৯৯৭ সালের ১৫ জানুয়ারি জাহিদের ঘর থেকে স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় জাহিদের শ্বশুর ময়েন উদ্দিন বাদী হয়ে ফকিরহাট থানায় মামলা দায়ের করেন।

১৯৯৮ সালের ১৯ নভেম্বর এ মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। তার আগেই ওই বছরের ১৮ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন জাহিদুর। পরে জামিন পেয়ে পালিয়ে গেলেও আবার তিনি পুলিশের হাতে ধরা পড়েন।

২০০০ সালের ২৫ জুন বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালত আসামি জাহিদুর রহমানকে মৃত্যুদণ্ড দেন।

রায়ের বিরুদ্ধে ওই বছরের ২ সেপ্টেম্বর জেল আপিল করেন তিনি। চলতি বছরের ২৫ আগস্ট সর্বোচ্চ আদালত তাকে নির্দোষ হিসেবে খালাস দিয়েছেন।

পরে সোমবার সন্ধ্যায় খুলনা জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেন।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...