ঈদুল আজহায় ঘরেফেরা মানুষের সুবিধার্থে চারটি আন্তনগর ট্রেনের চলাচল অব্যাহত রয়েছে আজ। ঈদের আগের দিন (৩১ জুলাই) শুক্রবার কালনী, কিশোরগঞ্জ, বনলতা ও লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ ডে বাতিল করা হয়েছে। ফলে আজ এসব ট্রেন চলাচল করবে।
চারটি ট্রেন বাদে ঈদের আগে ও পরে সকল ট্রেনের ‘অফ ডে’ (সাপ্তাহিক ছুটি) যথারীতি বলবৎ থাকবে।
২৩ জুলাই বাংলাদেশ রেলওয়ের উপপরিচালাক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) খায়রুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেয়া হয়।
শুক্রবার সারাদিন ঢাকা থেকে মোট ১২টি আন্তনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এর আগে করোনাকালীন সাধারণ ছুটি শেষে সরকারি নির্দেশে গত ৩১ মে থেকে বিভিন্ন রুটে ১৭টি আন্তনগর ট্রেন চলাচল করেছে।