নাজিবুল্লাহ, ভোলাঃ ভোলা বোরহানউদ্দিন উপজেলায় করোনা ভাইরাসের কারণে ঝুঁকি নিয়ে কাজ করা সরকারি কর্মকর্তাদের হাতে পিপিই তুলে দিলেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে করোনা প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণে দায়িত্বরত ট্যাগ অফিসার ও সহকারী ট্যাগ অফিসারদের সাথে মতবিনিময় সভায় কর্মকর্তাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য এ পিপিই তুলে দেন।
একসময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আযাদ, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বশির গাজীসহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ।