নাজিবুল্লাহ, ভোলা প্রতিনিধি:
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশের সাথে দক্ষিনাঞ্চলের লঞ্চ চলাচল বন্ধ ছিল। সরকারিভাবে ঘোষণার পর থেকে দক্ষিনাঞ্চলের লঞ্চ চলাচল শুরু করে। এতে বিভিন্ন ঘাটে অনেক যাত্রীদের ভীড় করছে। কেউ কোন নিয়মনীতির তোয়াক্কা করছে না।
আজ বুধবার সকালে ভোলায় স্বাস্থ্যবিধি না মেনে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় এসটি খিজির-৫ লঞ্চের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
ভোলা জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: দিদারুল আলম বলেন, স্বাস্থ্যবিধি না মেনে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় এসটি খিজির-৫ লঞ্চের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাত্রীরা ও লঞ্চ কতৃপক্ষ কেউ স্বাস্থ্যবিধি মেনে চলছে না। মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের এই ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।