সাম্প্রতিক শিরোনাম

টিম সিআইডি’র জালে আট’ক নিজের হাত কেটে চোঁখে মরিচের গুঁড়ো ছিটিয়েও রক্ষা পায়নি প্রতারক

মালিকের পনেরো লাখ টাকা আত্মসাতের জন্য নিজের হাত কেটে আর চোঁখে মরিচের গুঁড়ো ছিটিয়ে বন্ধুদের নিয়ে একটি ছিনতাইয়ের নাটক সাজিয়ে শেষমেষ রক্ষা পায়নি এক কর্মচারী।

গতকাল চট্টগ্রাম সিআইডি অফিসে এক সংবাদ সম্মেলনে সিআইডি চট্টগ্রামের পরিদর্শক মুহাম্মদ শরীফ বলেন, ঘটনাটি একটি ছিনতাইয়ের নাটক ছিল বলে সিআইডি’র তদন্তে উঠে এসেছে। আবু বক্কর আগেই জানতে পারে যে তার মালিক জয়নাল তার বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আসার জন্য চট্টগ্রাম শহরে পাঠাবে। এতে বক্কর আগে থেকে ওই টাকা আত্মসাতের একটি পরিকল্পনা করে। পরে রাসেল নামে তার এক বন্ধুর সাথে বিষয়টি শেয়ার করে। পরিকল্পনা মতো আবু বক্কর তার বন্ধু রাসেলসহ অন্যদের নিয়ে ১৫ লাখ টাকা আত্মসাত করার পর একটি ছিনতাইয়ের নাটক সাজায়। সিআইডি পর্যায়ক্রমে তাদের সবাইকে গ্রেপ্তারের পাশাপাশি টাকাগুলো উদ্ধার করেছে বলে জানান তিনি।


সিআইডি কর্মকর্তা শরীফ বলেছেন, ঘটনার দিন জয়নালের বন্ধু জাহাঙ্গীর তার এক কর্মচারীর মাধ্যমে আবু বক্করের কাছে ১৪ লাখ ১৫ হাজার টাকার একটি প্যাকেট হাতে তুলে দিয়েছিল। সেই টাকা বক্কর নেওয়ার পর সোহেলের হাতে তুলে দেয়। সোহেল টাকা নিয়ে চকরিয়া চলে আসে। পরে আবু বক্কর নিজের হাত কেটে রক্ত বের করার পাশাপাশি নিজের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে রাস্তায় পড়েছিল। পরে সে তার মালিক জয়নালকে জানায় টাকাগুলো ছিনতাই হয়েছে।

মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এস আই মো. শাহাদাৎ বলেন, পরিকল্পনার অংশ হিসেবে রাসেলের বড় ভাই সোহেল আগেই চট্টগ্রামে পৌঁছে। আবু বক্করের হাতে টাকা আসার পরে তা সোহেলকে বুঝিয়ে দেয়া হয়। সে টাকাগুলো নিয়ে চকরিয়ার বাড়িতে চলে আসে। সেখানে রুবেল নামে তার এক ভাইয়ের হাতে কিছু টাকা ব্যবসা করার জন্য তুলে দেয়া হয়েছিল। পরে সিআইডি রুবেলের কাছ থেকে দুই লাখ টাকা উদ্ধার করে। বাকী টাকাগুলো উদ্ধারের জন্য সিআইডি আরও তদন্ত চালিয়ে যেতে থাকে। সিআইডি উপ পরিদর্শক শাহাদাৎ জানান, গতকাল (শনিবার) রাতে পলাতক সোহেলকে ডবলমুরিং থানাধীন মনছুরাবাদে একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই সময় সোহেলের ঘরে বালিশের ভেতর লুকিয়ে রাখা ১০ লাখ টাকা উদ্ধার করেছে সিআইডি। সিআইডি কর্মকর্তারা জানান, টাকাগুলো নিয়ে সোহেল চকরিয়া থেকে পালিয়ে মনছুরাবাদে স্ত্রীকে নিয়ে আত্মগোপনে ছিল। বাকী টাকাগুলো সে খরচ করে ফেলেছে বলে সিআইডিকে জানিয়েছে।
সিআইডি’র হাতে গ্রেপ্তারকৃতরা হল- কর্মচারী আবু বক্কর(২৪), রাসেল ও তার দুই ভাই সোহেল (৩৫) ও রুবেল (২৬) এবং লিটন (২৫) নামে তাদের আরেক আত্মীয়। সবার বাড়ি চকরিয়া উপজেলায়।
সিআইডি কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রুবেল স্থানীয়ভাবে ডিলার ব্যবসার পাশাপাশি অনলাইন জুয়াসহ ক্যাসিনোর সাথে জড়িত।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...