সাম্প্রতিক শিরোনাম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সীতাকুন্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শ্রদ্ধাঞ্জলি

অঞ্চল ভিত্তিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল সীতাকুন্ডেও যথাযথভাবে ভাবগাম্ভীর্য ও মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকাল ১১ ঘটিকায় শ্রদ্ধান্জলী জানায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুন্ড উপজেলা শাখা। সকাল ১০ ঘটিকায় শ্রদ্ধান্জলী জানায় বাংলাদেশ আওয়ামীলীগ সীতাকুন্ড উপজেলা শাখা। শ্রদ্ধান্জলী শেষে সংক্ষিপ্ত আলোচনায় শহীদ বেদীতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তৃতা করেন সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া।

সাঈদ মিয়ার সঞ্চানালয়ে আলোচনায় অংশ নেয় যথাক্রমেঃ সীতাকুন্ড পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ নেতা গোলাম রব্বানী, মহিউদ্দীন বাবলু, সীতাকুন্ড উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ইন্জিঃ মোঃ আজিজুল হক, সীতাকুন্ড উপজেলা শ্রমিকলীগের সভাপতি শামসুল আলম, সীতাকুন্ড উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ শাহজাহান, সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শায়েস্তা খান প্রমুখ। সকাল সোয়া ১০ ঘটিকায় চট্টগ্রাম ৪ সীতাকুন্ড থেকে নির্বাচিত সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এমপি, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, এ এসপি শম্পা রানী সাহা ও সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লার নেতৃত্বে সীতাকুন্ড উপজেলা প্রশাসন বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। অতঃপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সীতাকুন্ড থেকে নির্বাচিত সাংসদ জননন্দিত জননেতা আলহাজ্ব দিদারুল আলম এমপি। উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ। সকাল ১১ ঘটিকায় সীতাকুন্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধান্জলী জানায়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির আহ্বায়ক দীপক কান্তি চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে বক্তৃতা করেন চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ন আহ্বায়ক এস এম ইউসুফ, সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ খাঁন, সদস্য মোঃ হাসান মানিক, শামিমা আক্তার লাভলী, রেজাউল করিম।

গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেয় সীতাকুন্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, সাবেক সীতাকুন্ড বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সুনীল বন্ধু নাথ, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম মোঃ ওয়াহিদী, বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা, সীতাকুন্ড মডার্ন হসপিটালের চেয়ারম্যান খালেদ মোশারফ, সীতাকুন্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ন আহ্বায়ক এস এম করিম ভাসানী, রেজাউল করিম, মুজিবুর রহমান, জামাল উদ্দীন, আলেয়া বেগম, বন্দনা রানী দেবী, পৌর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি কাউন্সিলর দিদারুল আলম এপ্যোলো, সাধারণ সম্পাদক শিপলু দাশ, নোয়া মিয়া কন্ট্রাক্টর, সিটন দাশ, রফিক মিয়া, মৃনাল কান্তি বিশ্বাস, স্বপন কুমার নাথ, নুরুল আলম, রবিউল আলম চৌধুরী, সালাহউদ্দিন, মোরশেদ, কাজী দিদারুল আলম, আবু বক্কর, তুষার, ফখরুদ্দীন সোহেলসহ প্রমুখ নেতৃবৃন্দগণ।

সাড়ে ১১ ঘটিকায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে জনক মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা এস এম ইউসুফ ও সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ খাঁনের নেতৃত্বে জেলার নেতৃবৃন্দ। এছাড়া সীতাকুন্ড উপজেলা কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সীতাকুন্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়, সীতাকুন্ড স্কাউট টীমসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধান্জলী নিবেদন করে।

১৫ ই আগস্ট- ২০২০ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির আরাধনার কালজ্বয়ী মহাপুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম জাতীয় শোক দিবস। সারা বাংলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধান্জলী – কোরাণখানী মিলাদ মাহফিল কাঙ্গালী ভোজসহ নানাণ আয়োজন।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...