সাম্প্রতিক শিরোনাম

সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

মুজিব শত বর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ১ কোটী ফলজ বনজ গাছ লাগানোর নির্দেশনা ও কর্মসূচী বাস্তবায়ন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ সীতাকুন্ড উপজেলা শাখা আজ ১৯ জুলাই ২০২০ ইং সকাল ১১ ঘটিকায় সীতাকুন্ড পৌরসভা মিলনায়তনে, সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্হ্যবিধি মেনে আলোচনা সভা, বৃক্ষরোপন কর্মসূচী ও কেন্দ্রীয়, জেলা, উপজেলা আওয়ামীলীগ ও সর্বোস্তরের সহযোগী অঙ্গ সংগঠনের করোনা সংক্রামিত নেতাকর্মীদের আশু রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানটিতে সভাপতির আসন অলংকৃতসহ প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মসূচীর দিক নির্দেশনা ও গঠনমূলক আলোচনার আলোকপাত করেন সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতেই জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ হায়াৎ কামনায়, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা এম এ সালাম, সাধারণ সম্পাদক জননেতা শেখ আতাউর রহমান আতা ও সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব এস এম আল মামুন করোনা সংক্রামিত হওয়াই সুস্হতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব রেহান উদ্দীনের সুন্দর পরিচালনায় বৃক্ষরোপন কর্মসূচীর আলোচনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন যথাক্রমেঃ সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য জননেতা আ ম ম দিলশাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ মিয়া, সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা দিদারুল আলম, রতন মিত্র, মেজবা উদ্দীন চৌধুরী, সীতাকুন্ড উপজেলা কৃষক লীগের আহ্বায়ক বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইন্জিঃ মোঃ আজিজুল হক, সীতাকুন্ড উপজেলা কৃষক লীগের সদস্য সচিব, সীতাকুন্ড বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁন, কৃষক লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, সীতাকুন্ড উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিশিষ্ট যুবনেতা মোঃ শাহ জাহান, কৃষক নেতা মোঃ শামসুল আলম, সীতাকুন্ড উপজেলা জীতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, আওয়ামী লীগ নেতা ও বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্যাহ মিয়াজী, সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শায়েস্তা খাঁনসহ প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকগণ বক্তৃতা করেন।

সংক্ষিপ্ত পরিষরে মিলাদ মাহফিল, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান হলেও আওয়ামীলীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়ন নেতৃবৃন্দের সরব উপস্হিতিতে তা বিরার সমাবেশের মত লোকে লোকারন্য হয়ে যায়। স্বাস্হ্য বিধি ও স্বাস্হ্য সচেতনতার কারনে নেতাকর্মীগণ বিব্রতকর অবস্হার মুখোমুখি হ’ননি। প্রধান অতিথির বক্তৃতায় জননেতা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক প্রত্যেক নেতাকর্মী প্রতিজনে নিজ আঙ্গিঁনায় কমপক্ষ্যে ৩টি করে ফলজ বনজ ও ঔষুধী গাছ লাগাবেন।

সবুজে শোভিত হোক আমাদের প্রিয় স্বদেশ – মাতৃভূমি বাংলাদেশ। জাতির জনকের জম্ম শত বার্ষিকীতে প্রিয়নেত্রী শেখ হাসিনার সমগ্র দেশের জন্য উপহার এক কোটী গাছ রোপনের মাধ্যমে সবুজ সবুজে ফুলে ফলে সুন্দর মনোরম প্রকৃতির আলো ছায়ায় শ্বাস নিঃশ্বাসে সুভাস সুভেশিত থাকুক আমাদের প্রিয় বাংলাদেশ।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...