আজ ২৫ মার্চ বুধবার থেকেই করোনা ভাইরাসের পরীক্ষা শুরু হচ্ছে চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে। গতকাল মঙ্গলবার বিকেলে কিট বরাদ্দ ও পরীক্ষা শুরুর জন্য বিআইটিআইডি হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
বিআইটিআইডি হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. এম এ হাসান বলেন, আমাদের কাছে শ’খানেক স্যাম্পল কিট রয়েছে। আজ বুধবার ঢাকা থেকে আরো কিট আসবে। আজ থেকেই করোনা পরীক্ষা শুরু করতে পারবো।
উল্লেখ্য, করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হতে এর পরীক্ষার বিকল্প কোন উপায় নেই। সন্দেহ বা লক্ষণ দেখা গেলেই পরীক্ষার কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। কিন্তু দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লেও এতদিন রাজধানী ছাড়া অন্য কোথাও এই পরীক্ষার সুবিধা ছিলনা।আর করোনা পরীক্ষায় সুরক্ষিত ল্যাবসহ পর্যাপ্ত ব্যবস্থা থাকলেও কেবল কীটের অভাবে এ পরীক্ষা চালু করা যাচ্ছিল না চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে।