জীবন বিনাশী ঘাতক করোনা ভাইরাস,গুজব ও পণ্যের মজুদদারী ঠেকাতে হটলাইন চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
এর পাশাপাশি বিদেশ থাকা আসা ব্যক্তিরা হোম কোয়ারেন্টিন না মেনে সামাজিকভাবে মেলামেশা করছে কিনা সে বিষয়েও তথ্য দেওয়া যাবে এ হটলাইনে।
চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিকী সংবাদ মাধ্যমকে জানান, হটলাইনের ০১৪০০ ৪০০৪০০ নম্বর ২৪ ঘণ্টা চালু থাকবে। একজন পুলিশ কর্মকর্তা ফোনের তথ্য সংগ্রহ করবেন।
তিনি বলেন, “করোনাভাইরাস নিয়ে কেউ উদ্দেশ্যমূলক ভাবে গুজব কিংবা অপপ্রচার করলে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল, তেল, চিনি প্রভৃতি মজুদ করে অতিরিক্ত দাম নিলে এ হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে”।
তাছাড়া বিদেশ ফেরত কোনো ব্যক্তি হোম কোয়ারেন্টিন না মেনে ঘোরাফেরা করলে তাদের বিষয়ে এ হটলাইন নম্বরে তথ্য জানানোর জন্যও অনুরোধ জানান তিনি।
সম্প্রতি বিদেশ ফেরত ৯৭৩ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার পরার্মশ দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। হোম কোয়ারেন্টিন না মানায় ১২ জনকে প্রায় তিন লাখ জরিমানাও করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এদিকে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে যুবদলের রাজনীতির সাথে জড়িত এক চিকিৎসকসহ তিনজনকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।