কক্সবাজার প্রতিনিধি :
পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয় শিবির কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনও রোহিঙ্গার মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
বাংলাদেশে করোনার প্রাদুর্ভাবের সময়ে এই রোহিঙ্গা শিবিরই ১১ই মার্চ থেকেই অবরুদ্ধ করে রাখা হয়। কিন্তু এর মাঝেও করোনা সেখানে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ২৯ জনের এই ভাইরাস ধরা পড়েছে। তবে প্রথম রোহিঙ্গার মৃত্যুর খবর সরকারি ভাবে জানানো হলো।
কক্সবাজারে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামসু – দ্দৌজ্জা বলেন, কুতুপালং ক্যাম্পে ৭১ বয়সী এক বৃদ্ধা করোনার উপসর্গ নিয়ে মারা যান সোমবার। আজ সকালে রিপোর্টে জানা যায়, তিনি করোনা পজিটিভ ছিলেন।
রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে করোনা সংক্রমণের ব্যাপারে আন্তর্জাতিক মহল বেশ উদ্বিগ্ন ছিল।