আবু নাঈম,বোয়ালখালী:
চট্টগ্রাম বোয়ালখালীতে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়মিত বেড়ে চলছে। আর এই সংক্রমণে আতংকিত হয়ে কধুরখীল ৫নং ওয়ার্ডের বাসিন্দা সুজন দেওয়ানজী (৩৮) নামে এক যুবক কলেজ ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (৬ জুন) সকালে ৯ টা ১৫ মিনিটের সময় কধুরখীল জলিল আম্বিয়া কলেজের ৫ম তলা থেকে লাফ দেয় সুমন দেওয়ানজী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত সুমন দেওয়ানজী কধুরখীল ৫নং ওয়ার্ড এলাকার হরি চৌকিদার বাড়ীর টুন্টু দেওয়ানজীর ছেলে।তিনি চট্টগ্রাম সিএমবি নিকটস্থ একটি কারখানায় চাকরি করেন। মৃত্যুকালে স্ত্রী সহ তিন কন্যা রেখে যান তিনি।
নিহতের স্ত্রী জানান, বেশকিছু দিন ধরে তিনি (সুমন দেওয়ানজী) অসুস্থবোধ করছিলেন। তাই তাকে আজ সকাল ১০ টায় করোনা পরীক্ষা করতে যেতে বললে। তখন থেকে তার মনে আতংক বিরাজ করতে থাকে। সারা রাত তাকে অনেক বুঝানোর চেষ্টা করেছি। কিন্তু কেন তিনি এমন করলেন আমি জানি না।
স্থানীয় ইউপি সদস্য মৃণাল কান্তি বিশ্বাস টিটু জানান, নিহত সুমন তিন চার দিন ধরে জ্বরে ভুগছিলেন। রাতে নিজেকে করোনা সংক্রমিত হয়েছেন বলে স্ত্রীকে। তখন বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানালে তারা করোনা পরীক্ষা করার জন্য বলে সবাই। কিন্তু সকালে সবার অগোচরে প্রায় ৯ দিকে পাশ্বর্বতী জলিল আম্বিয়া কলেজের নতুন ভবনের ৫ম তলা উঠে রাস্তার উপর লাফ দেয়।
এ বিষয়ে মোবাইল ফোনে কল করলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল করিম জানান, এ ব্যাপারে নিহতের ভাই অভিযোগ দিয়েছে এবং অপমৃত্যুর মামলা হয়েছে।