গুলিয়াখালী সিএনজি সমিতির নির্বাচনে কালাম-সোলেমান বিপুল ভোটে নির্বাচিত

সাম্প্রতিক সংবাদ
তানভীর হাসান
Sponsored


নিউজ ডেস্কঃ সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনেকটা জাতীয় নির্বাচনের আদলে অনুষ্ঠিত হয়েছে সীতাকুন্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের অধিক সংখ্যক সিএনজি চালকদের সংগঠন গুলিয়াখালী সিএনজি চালক সমিতির নির্বাচন। ১৪০ সদস্য নিয়ে গঠিত এ সমিতির নির্বাচনে ৬টি পদের বিপরীতে ১২জন বিভিন্ন প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্ধন্তিতা করে। গত দু’সপ্তাহ ধরে পুরো এলাকায় জুড়ে নির্বাচনী আমেজ বেশ জমে উঠে। প্রত্যেক পদের প্রার্থীগণ পোস্টার – ব্যানার- লিফলেটে নিজ নিজ পরিচিতি ও সাধারণ ভোটারদের হৃদয় জয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছিল। আজ ২৩ ডিসেম্বর ২০১৯ ইং সোমবার সকাল ৯ ঘটিকায় শুরু হয়ে একটানা ৬ঘন্টা ধরে বিকাল ৩ঘটিকা নাগাদ ভোট গ্রহন চলে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব ও সীতাকুন্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন। বিশেষ আমন্ত্রিত মেহমান ছিলেন মুরাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ খোরশেদ আলম, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যথাযথ দায়িত্ব পালনে প্রশংসনীয় ভূমিকা রাখেন মুরাদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল আমীন শফি, সহ-নির্বাচন কমিশনার ছিলেন সমাজসেবক মোঃ ইসলাম এবং শিক্ষানুরাগী মোঃ আবুল হাশেম, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ভাটেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মাস্টার। সমাজের সর্বোস্তরের জনসাধারণের উপস্হিতিতি ও ভোটারদের গোপন ব্যালটে ভোটে চেয়ার প্রতিকে মোঃ আবুল কালাম ১২০ ভোট পেয়ে নির্বাচিত হ’ন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী চেয়ার প্রতিকে আনোয়ার হোসেন ১৮ ভোট পায়।
সাধারণ সম্পাদক পদে মোঃ নুর সোলাইমান বাই সাইকেল প্রতিকে ৯১ ভোট পেয়ে জয়লাভ করে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল প্রতিকে  মোঃ ফারুখ পায় ৪৯ ভোট। সহ-সভাপতি পদে আনারস প্রতিকে মোঃ আজম খান ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়। তাঁর নিকটতম প্রতিদ্ধন্দী দুলাল হোসেন আম প্রতিকে পায় ৫৯ ভোট। যুগ্ন সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম গোলাপ ফুল প্রতিকে ৮৩ ভোটে জয়লাভ করে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী মঈনউদ্দীন লিটন ফ্যান প্রতিকে ৫৬ ভোট পায়। অর্থ সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম হরিণ প্রতিকে ১০৪ ভোট পেয়ে বিজয়ী হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী নিজাম উদ্দীন ভুট্টো দোয়েল প্রতিকে পায় ৩৪ ভোট। দোয়াত কলম প্রতিক নিয়ে মোঃ আকবর হোসেন ৯৮ ভোট পেয়ে জয়লাভ করে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী রাজন হোসেন তালা প্রতিক নিয়ে পায় ৩৯ ভোট। ভোটের ফলাফল ঘোষিত হবার পর সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন সিএনজি স্টেশনে পৌঁছুলে উচ্ছাস্বিত সিএনজি চালকগণ ও এলাকার বিপুল জনসাধারণ উপস্হিত হয়। এ সময় সিএনজি চালকগণ নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে। নতুন নির্বাচিত কার্যকরী সংসদ ও সাধারণ সদস্যদের উদ্দেশ্যে প্রদান অতিথির বক্তৃতায় সাংবাদিক নেতা মুহাম্মদ ইউসুফ খাঁন বলেন, আপনাদের সার্বিক কল্যাণ ও কর্মকান্ডে যুক্তিসঙ্গতঃ ও ন্যায্য দাবীসমুহে সম্ভব সকল বিষয়ে আমি সহযোগীতা করে যাবো এমনকি আপনাদের সুখে দুঃখে যতরাতই হোক আপনাদের সান্নিধ্যে আমি ছুটে যাবো।
তিনি যে কোন পরিস্হিতিতে সিএনজি চালকদের পাশে থাকবার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য যে, সিএনজি চালক সমিতি ঐক্যবদ্ধ একটি শক্তিশালী ইউনিট এবং কেহ মৃত্যূবরণ করলে কিংবা দূর্ঘটনায় পতিত হলে এ,সংগঠনটি ঐ পরিবারটির জন্য তাদের সর্বোচ্চ আর্থিক সহযোগীতাসহ দেখবাল করে থাকে যা ইতিপূর্বে অনুকরণীয়।।
Sponsored
Leave a Comment

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…

January 12, 2024

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…

January 10, 2024

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…

January 7, 2024

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার…

January 6, 2024

এমনটা কেনো করলেন এ. আর রহমান?

হিরো আলম রবীন্দ্র সঙ্গীত গাওয়ার পর সারা দেশে হইচই শুরু হয়ে যায়। এমনকি ওই প্রতিবাদের…

November 12, 2023

ন্যানোমিটার সেমিকন্ডাক্টর বা চীপ তৈরিতে নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছে চীন

বর্তমানে পশ্চিমা বিশ্বের সাথে সেমিকন্ডাক্টর চিপ নিয়ে বড় ধরনের যুদ্ধ চালিয়ে যাচ্ছে রেড জায়ান্ট চীন।…

September 25, 2023
Sponsored