সাম্প্রতিক শিরোনাম

গ্রাম থেকে নগরে অসহায়দের পাশে এমপি দিদারুল আলম

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকারের নির্দেশে সবধরনের মানুষ বাড়িতে অবস্থান করছেন। এমনকি দিন এনে দিন খাওয়া গরিব-অসহায় মানুষগুলো যখন বাধ্য হয়েই ঘরে থাকছেন, তখন ‘মানবতার ফেরিওয়ালা’ হয়ে গ্রাম থেকে নগরে  কাজ করে যাচ্ছে  সীতাকুন্ডের মাননীয় সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এমপির পারিবারিক সেবা মূলক প্রতিষ্ঠান আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সৌজন্য অসহায় ভাসমান লোকদের জন্য পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগর এলাকায় প্রতিদিন ১ হাজার ভাসমান লোকের জন্য সেহরী বিতরন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

এমন একটা সময় ভাসমান মানুষের পাশে দাঁড়ালো মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সম্মানিত নির্বাহী পরিচালক সাবেক সিটি মেয়র জনাব আলহাজ্ব মনজুর আলম,এবং আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সম্মানিত পরিচালক এবং চট্টগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি ।

এই করোনা পরিস্থিতি মোকাবেলায় শুরু থেকে মানব সেবায় নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন এই মানবিক পরিবারটি।

সীতাকুণ্ড পৌরসভা ও নয়টি ইউনিয়নের সাত হাজার পরিবার পেয়েছে ইফতার ও সেহরি সামগ্রী। মোস্তফা হকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও সীতাকুণ্ড সাংসদ দিদারুল আলমের উদ্যোগ এটি সম্পন্ন হয়।

গত মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলা সংসদ সদস্য স্থানীয় জনপ্রতিনিধিদের হাতে তুলে দেন এসব সামগ্রী। এর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ছোলা, চিনি, তেল, দুধ‌ ও চা পাতা। পরে সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নের অসহায় ও কর্মহীন মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে বিতরণ করা হয়।

গত দুই সপ্তাহ যাবৎ সীতাকুণ্ডের স্থানীয় সাংসদ ও মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দেশের বিভিন্ন জায়গায় খেটে খাওয়া ও দুঃস্থ পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী ও ইফতার সামগ্রী দিয়ে সহযোগিতা করে আসছেন এবং তা অব্যাহত রয়েছে।

অন্যদিকে দিদারুল আলম ইতিমধ্যেই ঘোষণা দেন যখনই কেউ বিপদে পড়বে বা কষ্টে থাকবেন তার সঙ্গে ফোনে যোগাযোগ করলে খুব দ্রুত তাদের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে এগিয়ে আসবেন।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...