চট্টগ্রামের চন্দনাইশে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক

চট্টগ্রামের চন্দনাইশে একটি বিদেশি পিস্তলসহ টিপু শীল (২৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আম ৬ মে বুধবার দুপুরে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭’র সহকারী পরিচালক সোহেল মাহমুদ গণমাধ্যমকে বলেন, আজ দুপুরে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজের পাশে শীলপাড়া অভিযান চালিয়ে মৃত গনেশ শীলের ছেলে টিপু শীলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।