চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে নানুপুর বাজারের নবিদুর রহমান শাহ মাজার গেইট এলাকায় এ ঘটনা ঘটে। রাশেদ কামাল নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। তিনি নানুপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাজার গেইটের সামনের সড়কের পাশে একটি দেয়াল নির্মাণের কাজ তদারকি করছিলেন রাশেদ। এসময় একটি সিএনজি অটোরিক্সায় এসে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত সটকে পরে। এসময় স্থানীয়রা গুরুতর আহত রাশেদ কামালকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ডিউটি অফিসার এস আই জামাল জানান, ”ঘটনা জানার পরই ঘটনাস্থলে গিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারা বিষয়টি সরেজমিন পরিদর্শনের পর বিস্তারিত জানা যাবে।“ এ দিকে হত্যাকাণ্ডের এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।