চট্টগ্রামের মীরসরাইয়ে র‍্যাবের সাথে গোলাগুলিতে ডাকাত নিহত

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় র‍্যাবের সাথে গোলাগুলিতে অজ্ঞাতনামা এক ডাকাত নিহত হয়েছে।তার বয়স আনুমানিক ৩২ বছর। এসময় ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বড়তাকিয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ গোলাগুলির ঘটনা ঘটে। র‌্যাব-৭’র মিডিয়া অফিসার মাহমুদুল হাসান মামুন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। 

তিনি সংবাদ মাধ্যমে বলেন, গোপন সংবাদের ডাকাত দলের খবর পেয়ে বড়তাকিয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এসময় পালিয়ে যাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে সেখানে তার মৃত্যু হয়। এসময় ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।