চট্টগ্রামের মীরসরাই উপজেলায় “মুজিববর্ষ” উপলক্ষে ২১ হাজার চারা বিতরন ও রোপণ করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে প্রথম বৃক্ষরোপণ অভিযান শুরু করেছিলেন, তাঁর পদাঙ্ক অনুসরণ করে, পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘মুজিববর্ষ’ উদযাপনে সারাদেশে ১ কোটি চারা বিতরণ, রোপণ ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ ১৬ জুলাই চট্টগ্রামের মীরসরাই উপজেলা পরিষদ ও উপজেলা বন বিভাগ যৌথভাবে এ আয়োজন করেন।
কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রুহুল আমিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, ওয়াহেদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির চৌধুরী ফিরোজ, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো শাহাজান চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। অথচ বাংলাদেশের মোট বনভূমির আয়তন হচ্ছে- ১৭.৪ ভাগ। এদেশের ভারি জনসংখ্যার তুলনায় বনভূমি খুবই কম। দিন দিন কমে যাচ্ছে বনভূমির আয়তন। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিছু কিছু কেটে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্যকে। মানুষের কাঠ ও জ্বালানী কাঠের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গিয়ে ধ্বংস করা হচ্ছে বনভূমি। নগরায়ন ও শহরায়নের ক্রমবর্ধমান চাহিদার ফলেও ধ্বংস হচ্ছে বনভূমি। বিলুপ্ত হচ্ছে জীবজন্ত ও বন্যপ্রাণী। এতে হুমকির মুখে পড়ছে দেশ ও দেশের মানুষ। শুধু বাংলাদেশ নয় পৃথিবী থেকেও বনভূমি দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মুজিববর্ষে বৃক্ষ রোপন করে বাংলাদেশের বনভূমিকে মোট আয়তনের ২৫ ভাগে নিয়ে যাওয়ার কর্মসূচি গ্রহণ করেছেন।