চট্টগ্রামে আরও ১২১ জন করোনা রোগী শনাক্ত

সাম্প্রতিক সংবাদ
মুনতাহা মিহীর
Sponsored

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুনভাবে আরও ১২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সরকারি-বেসরকারি সাতটি ল্যাব মিলিয়ে ৯৮৬টি নমুনা পরীক্ষা করে নগরের ৯২ জন এবং উপজেলার ২৯ জন নিয়ে এই ১২১ জন রোগীর খোঁজ মিলে। ফলে চট্টগ্রামে করোনা শনাক্ত গিয়ে দাঁড়ালো ১৪ হাজার ৭৪৬ জনে। একইসাথে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নগরে দুজন মারা যাওয়ায় করোনায় মৃত্যুর সংখ্যা এখন ২৩৮ জন , যাদের ১৬৫ জন নগরের ও ৭৩ জন উপজেলার। অন্যদিকে, এ পর্যন্ত সুস্থ হয়েছেন দুই হাজার ৮৩৮ জন করোনা রোগী।

আজ ৬ আগস্ট বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের সরকারি তিনটি ও বেসরকারি দুটি ল্যাব এবং কক্সবাজারের একটি ল্যাব মিলে ৯৮৬ জনের নমুনা পরীক্ষা করে ১২১ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে নগরের ৮৯ জন এবং উপজেলার ২৯ জন। একইসাথে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা থেকে ১২৩ জন সুস্থ হয়েছেন এবং গত ২৪ ঘণ্টায় নগরের দুজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে বিদেশগামীদের বাধ্যতামূলক করানো করোনা টেস্টসহ দিনের সর্বাধিক ৩০২ জনের নমুনা পরীক্ষা করোনা করা হয়। তাতে করোনা শনাক্ত হয় মাত্র ১৮ জন। এর মধ্যে ১০ জন নগরের বাসিন্দা ও ৮ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১৪৬টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ হন ২ জন। দুজনই নগরের।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৪ ঘণ্টায় ২১০ জনের নমুনা পরীক্ষা করে দিনের সর্বোচ্চ ৪৪ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া যায়। যাদের মধ্যে নগরের ৩২ জন, বাকি ১২ জন বিভিন্ন উপজেলা বাসিন্দা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে চারদিন পর ১৫১ জনের করোনার পরীক্ষা হয়। তাতে ৩১ জনের করোনা শনাক্ত হয়। যাদের ২০ জন নগরের এবং ১১ জন উপজেলার।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭০ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। যাদের ১৭ জনই নগরের এবং বাকি ১ জন উপজেলার।

চট্টগ্রামের আরেকটি বেসরকারি পরীক্ষাগার শেভরণ ল্যাবেও চারদিন পর করোনা পরীক্ষা করানো হয়। ১০২টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়। এদের মধ্যে ১৩ জন নগরের এবং ৩ জন উপজেলার।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫ জনের নমুনা পরীক্ষা করা হলেও সবার রিপোর্ট নেগেটিভ আসে।

উপজেলা পর্যায়ে নতুনভাবে করোনা শনাক্ত ২৯ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয় পটিয়া উপজেলায়। সেখানে ৭ জন করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া ফটিকছড়িতে ৬ জন, রাউজানে ৫ জন, বোয়ালখালী, রাঙ্গুনিয়া, হাটহাজারী ও মীরসরাইয়ে ২ জন করে এবং আনোয়ারা, চন্দনাইশ ও সীতাকুণ্ডে ১ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।

Sponsored
Leave a Comment

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…

January 12, 2024

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…

January 10, 2024

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…

January 7, 2024

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার…

January 6, 2024

এমনটা কেনো করলেন এ. আর রহমান?

হিরো আলম রবীন্দ্র সঙ্গীত গাওয়ার পর সারা দেশে হইচই শুরু হয়ে যায়। এমনকি ওই প্রতিবাদের…

November 12, 2023

ন্যানোমিটার সেমিকন্ডাক্টর বা চীপ তৈরিতে নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছে চীন

বর্তমানে পশ্চিমা বিশ্বের সাথে সেমিকন্ডাক্টর চিপ নিয়ে বড় ধরনের যুদ্ধ চালিয়ে যাচ্ছে রেড জায়ান্ট চীন।…

September 25, 2023
Sponsored