প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে মুক্তির ওষুধ বিক্রির নামে প্রতারণার দায়ে চট্টগ্রামে একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে হাটহাজারীতে এ ওষুধ বিক্রি করা হচ্ছিল। আজ সোমবার হাটহাজারীর চৌধুরী হাট এলাকা থেকে মনসুর আলী নামের ওই প্রতারককে ক্রেতা সেজে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন সংবাদ মাধ্যমে বলেন, করোনা মুক্তির ওষুধ বিক্রির নামে লোকজনের সঙ্গে প্রতারণার প্রমাণ পাওয়ায় তাকে চৌধুরী হাট এলাকা থেকে ক্রেতা সেজে ধরি। প্রতারণার কথা স্বীকার করায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফের প্রতারণা না করার শর্তে মুচলেকা নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
তিনি জানান, গত ১৯ মার্চ ফেসবুকে করোনা মুক্তির ভেষজ ওষুধ বিক্রির একটি পোস্ট দেন মনসুর আলী। সেখানে যোগাযোগের নম্বরও দেন তিনি। তিনি জানান, ক্রেতা সেজে পোস্টদাতা মনসুর আলীকে ফোন করলে তিনি জানান- করোনা থেকে মুক্তি পেতে তার ভেষজ ওষুধ খেতে হবে ১২০ দিন। প্রতি ফাইলের মূল্য ১৫০ টাকা করে।