প্রাণঘাতি করোনা ভাইরাস সক্রমণে চট্টগ্রামে এ পর্যন্ত মোট আক্রান্ত ২৭ জন ২৪ জন আইসোলেশনে ৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্য থেকে কেউ এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেননি।
আজ ১৫ এপ্রিল বুধবার চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃ ফজলে রাব্বি স্বাক্ষরিত এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।
চট্রগ্রামের সিভওল সার্জন স্বাক্ষরিত পত্রমতে, মোট ২৭ ব্যাক্তি করোনা আক্রান্তের ২৪ জন পুরুষ ৩ জন নারী রয়েছেন। বয়স বিভাজনে দেখা যায় ১০ বছরের নিচে ১ জন ১১ থেকে ২০ বছর বয়সের ২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের ৮ জন, ৩১থেকে ৪০ বছর বয়সের ৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের ৩ জন, ষাটোর্ধ ৩ জন রয়েছেন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। সবশেষ হিসাবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১০১২। মারা গেছেন ৪৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৬ জন।