সাম্প্রতিক শিরোনাম

চট্টগ্রামে করোনা আরও ২৯২জন সহ মোট শনাক্ত ১০ হাজার ১৮০

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ২৯২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৮০ জনে।

গত একদিনে চট্টগ্রামের ৬টি ও কক্সবাজার ল্যাবে মোট ১ হাজার ৩১৮ জনের নমুনা পরীক্ষা করে ২৯২ জনের করোনা শনাক্ত করা হয়। নতুন শনাক্তদের মধ্যে ২৩২ জন নগরের ও ৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নগরে ১ ও উপজেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৯৫ জনে। এর মধ্যে ১৩৮ জন নগরের ও ৫৭ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, রোববার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৩৫ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১ জন নগরের ও ৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ২২২৪ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৪৬ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৪২ জন নগরের ও ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২১৩ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৪ জন ও বিভিন্ন উপজেলার ২৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে রোববার ৪৭৩ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৭২ ও উপজেলার ১২ জনের করোনা শনাক্ত হয়।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৭৬ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে নগরের ৬৭ জন ও উপজেলায় ৬ জন রয়েছেন।

বেসরকারি অপর ল্যাব শেভরনে ৯৩ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ৩৬ জন নগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪ জনের নমুনা পরীক্ষায় ২ জন করোনা পজিটিভ মিলেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৬০ জনের মধ্যে সীতাকুণ্ডে ৪ জন, সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালীতে ৪ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ৬, বোয়ালখালীর ২, রাউজানের ১৬, রাঙ্গুনিয়ায় ২ জন, ফটিকছড়িতে ৪ জন, হাটহাজারীতে ১৭, মীরসরাইয়ে ১ জন রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২১ জনসহ এ পর্যন্ত মোট ১ হাজার ২১৬ জন করোনা রোগী সুস্থ হয়েছে।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১৯৫ জন। তাঁদের মধ্যে ১৩৮ জন চট্টগ্রাম নগরের।
বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রামে গত এক মাসেই সংক্রমিত হয়েছেন সাড়ে ৬ হাজার মানুষ। শেষ ১৫ দিনে সংক্রমিত হন ৪ হাজারের বেশি মানুষ।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...