চট্টগ্রামে করোনা শনাক্ত ৬ হাজার ছুঁইছুঁই,১৩৪ জনের মৃত্যু,সুস্থ ৫৫৮ জন

শতাব্দীর ভয়াবহ বৈশ্বিক মহামারী করোনার চট্টগ্রামে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ১৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্তের সংখ্যা ৫৯৫০ জন। শুক্রবার পাঁচটি ল্যাবে ৭৭৩ টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৬৯, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৫৪ টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ২১৭টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১২৪টি, কক্সবাবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯ টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে বিআইটিআইডিতে ৪২ জন, সিভাসুতে ৩৯ জন, চমেকে ৫৪ জন, চবিতে ৪৯ জন, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৩ জনের  শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ছয়টি ল্যাবে নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ১৮৭ জনের। এরমধ্যে ৯২ জন নগরীর এবং ৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ২০ জন মোট এ পর্যন্ত ৫৫৮ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। মোট মৃতের সংখ্যা ১৩৪ জন।

উপজেলার মধ্যে সাতাকানিয়াতে ৪, বাঁশখালীতে ২৯, আনোয়ারায় ৫, চন্দনাইশে ৬, পটিয়ায় ১৫, বোয়ালখালীতে ১, রাঙ্গুনিয়াতে ১, রাউজানে ১১, ফটিকছড়িতে ১০, হাটহাজারীতে ১২, সীতাকুণ্ডে ১জন।