চট্টগ্রামে করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর এই সংখ্যা এক দিনে সর্বোচ্চ। একই সময়ে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৭০৯ জন।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত ৭৭১ জনের মৃত্যু হয়েছে। আর করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ৬৫ হাজার আটজন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আজ রবিবার (১১ জুলাই) সকালে এসব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের পিসিআর ল্যাবগুলোতে মোট ২০৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৪ জন।
গত ২৪ ঘণ্টায় যাঁরা মারা গেছেন তাঁদের সাতজন চট্টগ্রাম নগরীর এবং বাকি সাতজন বিভিন্ন উপজেলার বলে জানান সিভিল সার্জন।