বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে নতুন করে আরো ৪৯ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে গতকাল রোববার রাতে ২১৭টি নমুনা পরীক্ষায় ১৪ জন এবং আগের দিন শনিবার ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৯৭টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়। সব মিলিয়ে চট্টগ্রামে নতুন করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত ৮ মে চট্টগ্রামে ৪৮ জন শনাক্ত হয়েছিল।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। অবশ্য চট্টগ্রামের বাইরে লক্ষ্মীপুর ও নোয়াখালীর ২২ জনেরও করোনা শনাক্ত হয়েছে বিআইটিআইডি ও ভেটেরিনারির পরীক্ষায়। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে তিনটি নমুনা পরীক্ষায় সবক’টি রিপোর্ট নেগেটিভ বলে সিভিল সার্জন জানিয়েছেন।
চট্টগ্রামে শনাক্তদের মাঝে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৫ বছর বয়সী একজন চিকিৎসক আছেন। সম্প্রতি তাঁকে প্রেষণে জেনারেল হাসপাতালে পদায়ন করা হয়। জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসায় কর্তব্য পালন করছিলেন তিনি। দশ দিন দায়িত্ব পালন শেষে একটি হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। গতকাল ছিল তাঁর কোয়ারেন্টাইনের শেষ দিন। কোয়ারেন্টাইন শেষে ২৪ দিন পর পরিবারের কাছে ফিরে যাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু বাড়িতে ফিরে যাওয়ার আগের দিন গতকাল জানা গেল তিনি নিজেও করোনায় আক্রান্ত। ফলে বাড়ির পরিবর্তে এখন জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ঠাঁই হয়েছে তাঁর। যেখানে এতদিন করোনা রোগীর চিকিৎসাসেবা দিচ্ছিলেন, সেখানেই রোগী হয়ে ফিরতে হলো তাঁকে। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর গতকাল রাতেই ওই চিকিৎসককে হোটেল থেকে হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেনারেল হাসপাতালের মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট ও করোনার ফোকাল পারসন ডা. আব্দুর রব।
চট্টগ্রামে গতকাল রাতে নতুন শনাক্ত ১৪ জনের মধ্যে ১০ জন নগরীর। আর চারজন উপজেলার বাসিন্দা। নগরীতে নতুন শনাক্তদের মাঝে মেয়র গলির চশমা হিল এলাকার ৩২ বছরের একজন পুরুষ, হালিশহরে ৩৬ বছর বয়সী একজন পুরুষ এবং ৩৫ বছর বয়সী একজন নারী, কর্নেলহাট এলাকায় ৫৭ বছর বয়সী এক পুরুষ, ফৌজদারহাটে চিকিৎসাধীন ৫৫ বছর বয়সী একজন পুরুষ, মুন্সিপাড়ায় ৩৩ বছর বয়সী একজন পুরুষ, উত্তর কাট্টলী এলাকায় ২৭ বছরের এক পুরুষ, এ কে খান এলাকায় ২৮ বছরের নারী, সরাইপাড়া এলাকায় ৩৫ বছরের এক পুরুষ, আগ্রাবাদ হাজিপাড়া এলাকায় ৪৮ বছরের একজন পুরুষ রয়েছেন। আর উপজেলায় শনাক্তদের মধ্যে হাটহাজারীতে ৬৫ বছর বয়সী একজন পুরুষ, সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ৫০ বছরের একজন পুরুষ, মীরসরাই এলাকায় ১৪ বছরের এক কিশোরী রয়েছেন। তাছাড়া দোহাজারীর শনাক্ত চিকিৎসকও আছেন বলে দৈনিক আজাদী পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়েছে।
এর আগে শনিবার রাতে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৯৭টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ৩৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে নগরীর দুজন। বাকি ৩৩ জন উপজেলা পর্যায়ের। নগরীর দুজন মনছুরাবাদ ও নিউ মনছুরাবাদ এলাকার। আর উপজেলা পর্যায়ে রাউজানে প্রথমবারের মতো একজনের করোনা শনাক্ত হয়েছে। অন্য উপজেলাগুলোর মধ্যে লোহাগাড়া উপজেলায় ১৪ জন, রাঙ্গুনিয়ায় ১০ জন, সন্দ্বীপে ৭ জন এবং বাঁশখালী উপজেলায় একজনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
নতুন করে করোনা শনাক্ত হওয়া রোগীদের আইসোলেশনে নেয়ার কথা জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। আক্রান্তদের বাসা-বাড়ি লকডডাউনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে, নতুন করে শনাক্ত ৪৯ জনসহ এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের মোট সংখ্যা দাঁড়াল ২৬৩ জনে। তবে ঢাকা, রাজবাড়ি, কুমিল্লা ও কঙবাজারে শনাক্ত হওয়া ৫ রোগী চট্টগ্রামের হাসপাতালগুলোতে ভর্তি হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৮ জনে।
গত শনিবার স্যাম্পল নেয়া হালিশহরের ৩৫ বছর বয়সী এক নারীর করোনা পজিটিভ এসেছে। তিনি মারা গেছেন। তবে কখন মারা গেছেন জানা যায়নি। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন ১৯ জন। এছাড়া ৬৭ জন রোগী চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন বলে জানান সিভিল সার্জন।