শতাব্দীর ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি মহামারি করোনা সংকটময় এই সময়ে কিছু লোভী ব্যাবসায়ী চিকিৎসা সরঞ্জাম সহ প্রায় সকল পন্যের দাম সময়বুঝে বাড়িয়ে নিয়ে আঙুল ফুলে কলাগাছে পরিনত হচ্ছে। আবার এসব প্রতিরোধেও বসে নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ,জেল-জরিমানা করেও যেন ঠেকানো যাচ্ছে না এ হীনকর্ম।
এদিকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ১৫ হাজার টাকা বেশি দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রির দায়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ঘটনার বিবরনে প্রকাশ,নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক সংবাদ মাধ্যমে জানান, চকবাজারের সার্জিস্কোপ হাসপাতালের সামনে বিসমিল্লাহ এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স নেই। অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডার ও বাজার চাহিদাকে কেন্দ্র করে সিলিন্ডার প্রতি ১৫-২০ হাজার বাড়তি দামে বিক্রির দায়ে প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী শহিদুল ইসলামকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেয়া হয়।
তিনি বলেন, বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই অক্সিজেন সিলিন্ডার বিক্রি, রিফিল ও রোগীর বেড বিক্রির দায়ে আসকারদিঘীর পাড় হাসান ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।