চট্টগ্রামে বৈশ্বিক ভয়াবহ মহামারি করোনার নমুনা পরীক্ষায় আরও ১৫৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও ১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ২২৭। তবে আক্রান্তের হার কমে এসেছে।
চট্টগ্রামে গত একদিনে ৮৪২ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৫৭ জনের পজিটিভ এসেছে। এর মধ্যে মহানগরের ১০৬ জন এবং ভিবিন্ন উপজেলার ৫১ জন।
চট্টগ্রামে ৬ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে গতকাল ২৩ জুলাই বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ২৩৮ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩১ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ২৬ জন। বিভিন্ন উপজেলায় ৫ টি।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU) তে ৬৫ টি নমুনা পরীক্ষায় ৬ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ১ টি, উপজেলায় ৫ টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২৬ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ২১ জন, উপজেলায় ৫ জন।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৬০ নমুনা পরীক্ষা করে ৪৬ জনের পজিটিভ। মহানগরে ১৮ জন, ২৮ জন উপজেলার।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩১ নমুনা পরীক্ষায় ২৯ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ২৭ জন, ভিবিন্ন উপজেলার ২ জন।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৬০ নমুনা পরীক্ষায় ১৫ জন পজিটিভ, নগরে ১৩ জন, উপজেলায় ২ জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ২১ টি নমুনা পরীক্ষায় ৪ জনের পজিটিভ। ৪ জনই উপজেলার।
এ ছাড়া উপজেলায় সাতকানিয়া ২ জন, বাঁশখালী ২ জন, চন্দনাইশ ১ জন, বোয়ালখালী ২ জন, পটিয়া ১ জন, রাউজান ১১ জন, রাঙ্গুনিয়া ৪ জন, ফটিকছড়ি ১২ জন, হাটহাজারী ৯ জন, সীতাকুন্ডে ২ জন, মীরসরাই ৫ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৩ হাজার ৫০৩ জনে। এর মধ্যে মহানগরীতে ৯ হাজার ৪০১ জন, উপজেলায় ৪ হাজার ১০২ জন।
অদ্যবধি সুস্থ হয়েছেন ৫২ জন, উপজেলায় ৪৩ জন, নগরে ৯ জন। মোট সুস্থ ১ হাজার ৭৯২ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ১ জন, মোট ২২৭ জন। মহানগরীতে ১৬০ জন, বিভিন্ন উপজেলায় ৬৭ জন। হোম আইসোলেশনে আছেন ৬৭৫৪ জন।