সাম্প্রতিক শিরোনাম

চট্রগ্রামের কাট্রলিতে বাবার পর দু’ছেলে-মেয়ে করোনায় আক্রান্ত

চট্টগ্রামে নতুন করে আরো ৪ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে গতকাল রোববার ১১৩টি নমুনা পরীক্ষায় এই ৪ জনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে গতকাল বিআইটিআইডির ল্যাবে লক্ষ্মীপুরের ৪ জন ও নোয়াখালীর ১ জনসহ আরো ৫ জনের করোনা শনাক্ত হয়। তাছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে এর আগে সংক্রমণ ধরা পড়া এক রোগীর নমুনা পরীক্ষার ফলাফল ফের পজিটিভ এসেছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়- রোববার চট্টগ্রামে নতুন শনাক্ত ৪ জনের তিনজন মহানগরীর। আর ১ জন সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা গেছে, মহানগরীতে শনাক্ত ৩ জনের মধ্যে উত্তর কাট্টলি মেরিডিয়ান কোম্পানির বাড়ির একই পরিবারের দুই ভাই-বোন রয়েছেন। বোনের বয়স ২৭। আর ভাইয়ের ২৫ বছর। এর আগে তাদের ৫৭ বছর বয়সী বাবার শরীরে করোনা শনাক্ত হয়। তিনি টুকটাক চাষাবাদের কাজ করতেন। অসুস্থতার পর গত ১২ এপ্রিল থেকে বিআইটিআইডি হাসপাতালের আইসোলেশনে আছেন তিনি। নমুনা পরীক্ষার ফলাফলে ১৩ এপ্রিল ওই ব্যক্তির শরীরে করোনা সংক্রমণের বিষয়টি জানা যায়। বাবার পর গতকাল ছেলে-মেয়েসহ এ নিয়ে পরিবারটির তিনজনের শরীরে করোনা শনাক্ত হলো।
অন্যদিকে, আরেকজন দামপাড়া পুলিশ লাইনের ৪৩ বছর বয়সী পুলিশ সদস্য। পুলিশ সদস্যদের মাঝে প্রথম একজনের করোনা শনাক্তের পর যারা কোয়ারেন্টাইনে ছিলেন, তাদের মধ্য থেকেই এই পুলিশ সদস্যের করোনা শনাক্ত হলো গতকাল। এর আগে আরো ২ জনসহ এ নিয়ে মোট ৪ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হলো। এদিকে, নতুন করে করোনা শনাক্ত হওয়া রোগীদের নির্ধারিত দুটি হাসপাতালের আইসোলেশনে নেয়ার কথা জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তবে আক্রান্তদের বাসা-বাড়ি এবং ব্যারাক আগে থেকেই লকডডাউন থাকায় নতুন করে লকডাউনের প্রয়োজন পড়ছে না বলেও জানান সিভিল সার্জন। এদিকে, গতকালের নতুন ৪ জনসহ এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন। রোববার রাত পর্যন্ত ৩৫ জন আইসোলেশনে ভর্তি ছিলেন বলে জানান সিভিল সার্জন।
সাতকানিয়ায় আরো একজনের করোনা শনাক্ত হয়েছে। ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে গতকাল রবিবার রাতে রিপোর্ট হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্র্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল মজিদ ওসমানী। নতুন ভাবে করোনা শনাক্ত হওয়া ব্যক্তি উপজেলার পশ্চিম ঢেমশার ইছামতি আলীনগর এলাকায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যবসায়ীর মেয়ের জামাই। এ পর্যন্ত সাতকানিয়ায় মোট ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে পশ্চিম ঢেমশা ইছামতি আলীনগর এলাকায় এক জনের মৃত্যু হয়েছে। সূত্রঃ দৈনিক আজাদী

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...