একুশ শতকের ভয়াবহ মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে হাজারো মানুষকে হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড গ্লাভস ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ।
আজ ২৫ মার্চ বুধবার বন্দর নগরীর মুরাদপুর এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিমের উপস্থিতি ও সার্বিক তত্ত্বাবধানে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসব পিপিই সামগ্রী বিতরণ করেন।
এ সময় উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে অতীতের মতো এবারও বিশ্ব মহামারি আকারে দেখা করোনা ভাইরাস প্রতিরোধে আমরা মাঠে আছি।
উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় ওষুধ কোম্পানি ও সিন্ডিকেটের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক সংকট দূরীকরণে আমরা নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তৈরি করে সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছি। ছাত্রলীগ সবসময় দেশের যে কোনো সংকটে জনগণের পাশে থেকে সবার আগে হাত বাড়িয়ে দেয়।