কক্সবাজারের রামুতে জমি নিয়ে বিরোধের জের ধরে গোলাম কাদের (৩২) নামে এক যুবক খুন হলো আপন ভাইদের হাতে! এ ঘটনায় নিহতের এক ভাই আবদুন্নবীকে আটক করা হয়েছে বলে জানাগেছে।
পুলিশ সংবাদ মাধ্যমে জানান, গত মঙ্গলবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে চার ভাই মিলে গোলাম কাদেরের ওপর হামলা চালায়। এ ঘটনায় গোলাম কাদের গুরুতর আহত হন। পরে হামলাকারীরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হলে হামলাকারীরা হাসপাতাল থেকে পালিয়ে যায়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, হত্যাকাণ্ডে নিহতের আপন চার ভাই প্রবাসী ওসমান গণি, আবদুর রহমান, আবদুর রহিম ও আবদুন্নবী জড়িত রয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গতকাল বুধবার সকালে কক্সবাজার সদর হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে দুপুরের দিকে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কাউয়ারখোপ ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার জহির উদ্দিন স্থানীয় সংবাদ কর্মীদের বলেন, স্থানীয় মৃত আবদুল হাসিমের ছয় ছেলের মধ্যে চতুর্থ গোলাম কাদের। কিছু দুষ্কৃতকারীর যোগসাজসে তার ভাইরা মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
তিনি আরো বলেন, মঙ্গলবার সন্ধ্যায় নিহতের ভাই আবদুন্নবীকে পাশ্ববর্তী রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল গ্রামে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে আবদুন্নবীকে পুলিশের কাছে সোপর্দ করে। নিহতের আরেকভাই মো. আবদুল্লাহ এ ঘটনায় জড়িত নন বলে জানান তিনি।
উল্লেখ্য, নিহত গোলাম কাদের তিন মাস পূর্বে বিয়ে করেন। তিনি কৃষি কাজ করতেন। নিহতের মামা কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হোসেন জানান, গোলাম কাদের ছোটকাল থেকেই নম্র স্বভাবের ছিলেন।