আলহাজ্ব দিদারুল আলম এমপি জানান, আপনার এলাকায় মাদক ব্যবসায়ী, চোর ডাকাত,সন্ত্রাসী বা কোন প্রকার অপরাধীর সন্ধান পেলে তা নির্ভয়ে প্রশাসনকে অভিহিত করুন।
চোর,ডাকাত,চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের প্রতেকের স্থায়ী ঠিকানা আছে, বাড়ি ঘর আছে, এলাকার লোকজনে জেনে শুনে প্রশাসনকে অভিহিত করেনা কারন এলাকার প্রভাবশালী বা প্রতিবেশী আত্মীয় স্বজন জড়িত থাকার কারনে আর এসব কারনে অপরাধ জগৎ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এছাড়াও তিনি বলেন, দেশ ও জাতীর স্বার্থে সন্ত্রাস,চাঁদাবাজ,দখলবাজ ও মাদকমুক্ত সমাজ গড়তে ভবিষ্যৎ প্রজন্মকে মাদক মুক্ত করতে হলে সকলে সচেতন হতে হবে,প্রতেক কে তার নিজ নিজ এলাকায়, চিহ্নিত মাদক ব্যবসায়ী,চোর, ডাকাত,ও জুয়ার আসরের সন্ধান পেলে আপনার এলাকার জনপ্রতিনিধি বা গোপনে প্রশাসনকে অভিহিত করুন।