মুহাম্মদ ইউসুফ খাঁনঃ আজ ১২ ডিসেম্বর ২০১৯ ইং বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ কৃষক লীগ সীতাকুন্ড উপজেলা শাখার পক্ষ থেকে কৃষকের জন্য ডি এ পি সারের দাম ২৫ টাকা থেকে ৯টাকা কমিয়ে ১৬ টাকায় নির্ধারন করায় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা – শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বিশাল গণমিছিল ও শোভাযাত্রা সীতাকুন্ড পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে উত্তর বাইপাস ঘুরে পূনঃরায় পৌরসভা চত্বরে এসে মিলিত হয়।
এ সময়ে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সীতাকুন্ড উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ইন্জিনিয়ার মোঃ আজিজুল হকের সভাপতিত্বে ও সংগঠনটির সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ খাঁনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় কৃষক লীগের সদ্য বিদায়ী কমিটির সহ-সভাপতি ও সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের প্রাক্তন সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী, বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান রানা, উত্তর জেলা কৃষক লীগের সদস্য আবু জাফর চৌধুরী, শামসুল হক, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম মোঃ ওয়াহিদী, বীরমুক্তিযোদ্ধা ডাঃ রফিকুল ইসলাম, আলতাফ হোসেন, শিপন চৌধুরী, আলেয়া বেগম, কামরুন্নাহার নীলু, অতিথি হিসেবে উপস্হিত ছিলেনঃ সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগ নেতা সাঈদ মিয়া, রুহুল আমীন ও কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদ।
এছাড়া কৃষক লীগের উপজেলা কমিটির মোরশেদ আলম ছুট্টু , আনোয়ার হোসেন ভূঁইয়া, রেজাউল করিম, তৌহিদুল আলম, সাহাবুদ্দীন আজাদ, জাহাঙ্গীর আলম, জামাল উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা সালেহ আহমেদ বলি, নূর মোহাম্মদ, জয়নাল আবেদীন, নুরুন্নবী প্রমুখ নেতৃবৃন্দগণ। প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী বলেন, কৃষকরত্ন কৃষিবান্ধব প্রিয়নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকের দুঃখ কস্ট লাঘব করার লক্ষ্যে ডি এ পি সারের দাম ২৫ টাকা থেকে ৯ টাকা কমিয়ে মাত্র ১৬ টাকা নির্ধারন করে দিয়েছেন যাতে করে কৃষককূল উপকৃত হয় এবং সহজলভ্যে তাদের চাষাবাদ প্রক্রিয়ায় তাদের মঙ্গলজনক অবস্হান নিশ্চিত করতে পারে।
তিনি বলেন, বি এন পির আমলে সার চাইতে গিয়ে ১৮ জন কৃষকের লাশের ঘটনা আপনাদের ভূলে যাবার কথা নয়। কিন্তু আমাদের সরকার কৃষিবান্ধব সরকার বলেই কৃষি উপকরন সামগ্রী মানুষের মাঝে সহজলভ্য করে প্রমান করেছেন তিনি কৃষকরত্ন। জননেতা আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনাকে সীতাকুন্ডবাসী তথা কৃষককূলের পক্ষ থেকে কৃতজ্ঞতা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সমাপনী বক্তৃতায় ইন্জিনিয়ার আজিজুল হক বলেন কৃষক যেন ন্যায্য দাম পায় সেজন্য কৃষকরত্ন শেখ হাসিনা কৃষক থেকে ২৬ টাকা কেজি ধরে ধান ক্রয়ের স্বিদ্ধান্ত দিয়েছেন। আশা করছি কৃষককূল খুশী হবে। তিনি বলেন, কৃষকের ভাগ্য উন্নোয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেই সীতাকুন্ড কৃষক লীগ নিশ্চয়ই করনীয় সকল পদক্ষেপ গ্রহনে আন্তরিক।