বঙ্গবন্ধুর অপূর্ন স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু ফাউন্ডেশন গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করবে-বঙ্গবন্ধু ফাউন্ডেশনের স্বদেশ প্রত্যাবর্তনের সভায় আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া।
সাম্প্রতিক ডেস্কঃ ১০ জানুয়ারী ২০২০ ইং শুক্রবার বিকাল ৪ ঘটিকায় সীতাকুন্ড উন্নয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুন্ড উপজেলা শাখার আয়োজনে পালিত হলো বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
সংগঠনের আহ্বায়ক দীপক কান্তি চৌধুরীর সভাপতিত্বে সংগঠনটির জেলা সদস্য আতাউল হাকিম আরিফের প্রাণচাঞ্চল্য উপস্হাপনায় প্রধান অতিথি ছিলেন সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমেঃ- সীতাকুন্ড উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, সীতাকুন্ড নারী জাগরনের পথিকৃত সুরাইয়া বাকের, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক মার্শেল কবির পান্নু, সদস্য সচিব সাংবাদিক ও মানবাধিকার নেতা মুহাম্মদ ইউসুফ খাঁন, আওয়ামীলীগ নেতা গোলাম রব্বানী, আওয়ামীলীগ নেতা ও কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ, কাউন্সিলর ও পৌর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি দিদারুল আলম এপেলো, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ন আহ্বায়ক এস এম ইউসুফ, যুগ্ন আহ্বায়ক শামসুল করিম লাভলু, জাহাঙ্গীর আলম, শেখ ফরমান আলী চৌধুরী, মোঃ ওমর ফারুখ নাসির উদ্দীন, সাফায়েত, শামীমা আক্তার লাভলী, আলেয়া বেগম, কামরুন্নাহার নিলু, বন্দনা রানী দেবী, এস এম করিম ভাসানী, রেজাউল করিম, মাস্টার মজিদ, জামাল উদ্দীন, সাহাবুদ্দীন আজাদ, সিরাজুল ইসলাম চৌধুরী শিপন, শামসুল আলম মাস্টার, স্বপন কুমার নাথ, মৃনাল কান্তি বিশ্বাস, সাংবাদিক ইউনুস, মোঃ জাকির হোসেন, মোঃ মানিক প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জননেতা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধুর অপূর্ন স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু ফাউন্ডেশন দেশব্যাপী গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। বঙ্গবন্ধু বাংলাদেশ এক ও অভিন্ন। একটি ছাড়া অন্যটি হয় না বলে মন্তব্য করেন তিনি। বিশেষ অতিথির বক্তৃতায় সুরাইয়া বাকের বলেন, মানবতার নামে কিছু সামাজিক সংগঠন যেভাবে লোক দেখানো সহযোগীতার দৃশ্যসমুহ ফেসবুকে দেখায় তা মহৎ উদ্দেশ্যে হলে ভাল হ’ত।
কিন্তু এগুলোর আড়ালে গোপন চক্রান্ত হচ্ছে কি না তাও খতিয়ে দেখা উচিৎ। অনুষ্ঠানে সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া ও তাঁর সহধর্মিনী সীতাকুন্ড মহিলা আওয়ামীলীগের সভানেত্রি সুরাইয়া বাকেরকে সোনাইছড়ি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতারা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান।
ভাটেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতা শামসুল আলম মাস্টারকে ফুলেল শুভেচ্ছা জানান আমন্ত্রিত প্রধান অতিথি বিশেষ অতিথিগণ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতৃবৃন্দগণ। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনায় দীপক কান্তি চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনকে নিয়ে গর্ববোধ করি কারন এ কমিটির সবাই সুশিক্ষিত- দায়িত্বশীল ও একনিষ্ঠ।