চট্টগ্রাম প্রতিনিধি :
সবাই এখন করোনা নিয়ে শঙ্কিত , কিন্তু এখন চট্টগ্রামের মানুষ দিনাতিপাত করছে সামনে বর্ষা মৌসুমের জন্য আতঙ্কিত অবস্থায়। বিগত বছরে সামান্য বৃষ্টিতে বন্যার দরুন চট্টগ্রাম শহরে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সকলেরই জানা।
এই চিত্রটি চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার। এটি একটি বিরাট জনবহুল এলাকা। বিগত বছরও সামান্য বৃষ্টিতে এই এলাকা প্লাবিত হয়েছিল বন্যাতে। বন্যার পানি সহজে নামেনি নালা ও খালগুলোর দুরবস্থার কারণে। তাই এলাকাবাসীর দাবি এখন অতিসত্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অতি দ্রুত এটি সংস্কার করে। নতুবা এলাকাবাসী আবার ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক অত্র এলাকার এক অধিবাসী জানায়, এলাকায় পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত থাকার পরও শুধুমাত্র ৮/এ রোডের কিছু অবস্থানরত সামাজিক দায়বদ্ধতাহীন ও নীতিবিবর্জিত অধিবাসী বাসা সংলগ্ন নালা থাকার সুবাদে ওখানে ময়লা ফেলে। অথচ অন্যান্য রোডের অধিবাসীগণ ঠিকই পরিচ্ছন্নতা কর্মীদের গাড়িতে ময়লা ফেলে। এ ব্যাপারে যদি অভিজাত এলাকার কল্যাণ সমিতি কিংবা যথাযথ কর্তৃপক্ষ যদি কঠোর পদক্ষেপ নেয় তবে উক্ত এলাকার মানুষেরা এ থেকে পরিত্রাণ পাবে বলে তিনি ব্যক্ত করেন।
এই গল্প যেন চট্টগ্রামের সকল এলাকার জন্যই প্রযোজ্য। উল্লেখ্য চট্টগ্রামে প্রতি বছরই জলাবদ্ধতার কারণে সীমাহীন দুঃখের মাঝে নগরবাসী দিনাতিপাত করলেও বর্তমান করোনা পরিস্থিতিতে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে জনজীবনে এক ভয়ানক আতঙ্কের সৃষ্টি হয়েছে।