মোঃ শফিকুর রহমান বান্দরবান প্রতিনিধিঃ
আজ সকাল ১১ টার সময় বান্দরবান রোয়াংছড়ি উপজেলায় তারাছা ইউনিয়ন 2 নং ওয়ার্ড ছাইংগ্যা দানেশ পাড়া দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব জাহাঙ্গীর আলম, ফিল্ড অফিসার, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান পাবর্ত্য জেলা। মোঃ সোলাইম, সুপার ছাইংগ্যা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা।
মোঃ আব্দুর রহিম বাদশা, সহকারী শিক্ষক ছাইংগ্যা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা।
মোঃ জাফর আলম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি। আরো উপস্থিত ছিলেন দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীর অভিভাবক বৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালনাধীন ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত বাংলাদেশের ৬৪ জেলায় প্রতিটি উপজেলাতে একটি করে ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। ছাত্র-ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়া মুখী করার জন্য এই বার্ষিক সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।