চট্টগ্রাম স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির জনিয়েছেন, করোনাভাইরাস শনাক্তের কিট ৪৮ ঘণ্টার মধ্যে আসার কথা থাকলেও আগামীকাল মঙ্গলবার চট্টগ্রামে আসবে।গতকাল রবিবার সন্ধ্যায় তিনি বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, “ফৌজদারহাটে বাংলাদেশ ইন্সটিটিউট অভ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এর মাইক্রোবায়োলজি বিভাগের একজন অধ্যাপক এবং দুইজন টেকনিশিয়ান করোনা শনাক্তের প্রশিক্ষণের জন্য বর্তমানে ঢাকায় রয়েছেন। তারা মঙ্গলবার ফেরার সময় কিট নিয়ে আসবেন।”
করোনা মোকাবেলায় বিভিন্ন স্থানে আইসোলেশন বেডের ব্যবস্থা রাখা হয়েছে। তা ছাড়া বেসরকারি হাসপাতাল মালিকদের সঙ্গে কথা হয়েছে। যেসব হাসপাতালে আইসিইউ সুবিধা রয়েছে তাদের ২টি করে আইসিইউ প্রস্তুত রাখতে বলা হয়েছে।