শতাব্দীর ভয়াবহ মহামারী করোনা ভাইরাস এর নাজুক সময়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ডিজইনফেকশন চেম্বার (জীবানুমুক্তকরণ কক্ষ) দিয়েছে চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন। গতকাল সোমবার এটির উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় কারা কর্তৃপক্ষের কাছে ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৫টি পিপিই, তিনটি ইনফ্রারেড থার্মোমিটার, এক হাজার পিস সার্জিকেল মাস্ক ও দুটি স্প্রে মেশিন প্রদান করেন মন্ত্রী। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেনের কাছে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন তিনি।
অন্যদিকে মু্ক্তির আদেশ প্রাপ্ত হয়েও জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হয়ে অনাদায়ের সাজা ভোগ করা দুস্থ, গরিব ও অসহায় বন্দীদের বিষয়ে অবগত হয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল কারা কর্তৃপক্ষের কাছে তাৎক্ষনিক এক লাখ টাকা প্রদান করেন। যাতে জরিমানা অনাদায়ের সাজা ভোগ না করে দুঃস্থ, গরিব ও অসহায় বন্দীরা মুক্তি পেতে পারেন।
এসময় উপস্থিত চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক একেএম ফজলুল হক, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন, সহকারী সার্জন ডা. শামীম রেজা, ডা. তুষার কান্তি নাথ, জেলার মো. রফিকুল ইসলাম, বেসরকারি কারা পরিদর্শক মো. আজিজুর রহমান আজিজ, ইয়াছিন আরাফাত কচি প্রমুখ।