চট্টগ্রামের মীরসরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে করোনা প্রতিরোধে বিনামূল্যে সাবান মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
আজ ২৮ মার্চ উপজেলার বিভিন্ন এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে ছাত্রলীগ সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী এ সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
এসময় মীরসরাই উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল ইকবাল চৌধুরী বলেন, এটি আমাদের সাংগঠনিক এবং ইমানি দায়িত্ব। আপনারা সবাই ঘরে থাকুন, বেশি বেশি হাত পরিষ্কার করুন। আপনি বাঁচুন এবং আমাদেরকে বাঁচতে দিন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ কৌশলে বাংলাদেশ করোনা মোকাবেলায় কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ দেশের স্বার্থে কাজ করে চলেছে।সারাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে যে কোনো দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাবো। বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এসময়।















