সাম্প্রতিক শিরোনাম

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কৃষক লীগকে সংগঠিত হতে হবে: বাকের ভূঁইয়া

সাম্প্রতিক ডেস্ক- মুরাদপুর ইউনিয়ন কৃষক লীগ ও ৯ টি ওয়ার্ড কমিটির সম্মেলন আজ ১০ জানুয়ারী ২০২০ ইং বিকাল ৩ ঘটিকায় মুরাদপুর শহীদ ক্যাপ্টেন শামসুল হুদা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিশাল আয়োজনে অনুষ্ঠিত হয়। কৃষক লীগ মুরাদপুর ইউনিয়ন শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছালে আহম্মদের সভাপতিত্বে ও কৃষক নেতা নুর আহমেদ ও বেলাল হোসেনের উপস্হাপনায় এতে উদ্বোধক ছিলেন সীতাকুন্ড উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ইন্জিঃ মোঃ আজিজুল হক।
প্রধান অতিথি ছিলেন সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, প্রধান বক্তা ছিলেন সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, বিশেষ বক্তা ছিলেন সীতাকুন্ড উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন, বিশেষ অতিথি ছিলেন মুরাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দীন।
অতিথি ছিলেন যথাক্রমেঃ আওয়ামীলীগ নেতা আবুল কালাম (সাবেক চেয়ারম্যান) মহসীন জাহাঙ্গীর (সাবেক চেয়ারম্যান) শেখ রেজাউল করিম বাহার(সাবেক চেয়ারম্যান) মহিউদ্দীন আহমেদ, কৃষক লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম মোঃ ওয়াহিদী, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, শামসুল আলম, নোয়ামিয়া কন্ট্রাক্টর, ৪ নং ইউপি প্যানেল চেয়ারম্যান নুরুল আমীন শফি প্রমুখ।
সম্মেলনে বিশাল মিছিল নিয়ে উপস্হিত হয় গুলিয়াখালী ওয়ার্ড কৃষক লীগ – নেতৃত্বে আবুল কালাম , আলমগীর হোসেন ও আবুল হাসেম সওদাগর। এছাড়া ১ নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ড কৃষক লীগ খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেয়। জাতীয় সঙ্গীত – পবিত্র কোরান তিলোয়াত ও বঙ্গবন্ধুসহ সকল শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, কৃষক রত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে কৃষক লীগকে আরো সংগঠিত করতে হবে।
কৃষকদের ন্যায্য দাবীসমুহ বাস্তবায়নে প্রয়োজনীয় পরিকল্পনাগ্রহন পূর্বক তা বাস্তবায়নে যথোপযুক্ত ব্যবস্হা গ্রহনে আন্তরিক হতে হবে। নচেৎ কাংখিত লক্ষ্য ব্যাহত হতে পারে। তিনি বলেন, কৃষিবান্ধব সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী ইতিপূর্বে কৃষকের জন্য ২৫ টাকা থেকে ৯টাকা কমিয়ে ১৬ টাকা নির্ধারন করে দিয়েছেন। আগামীতে নিশ্চয়ই কৃষক কূল সরকারীভাবে সহযোগীতা পাবে এটি দৃঢ়ভাবে বলতে দ্বিধা নেই।
দ্বিতীয় অধিবেশনে বীর মুক্তিযোদ্ধা ছালে আহম্মদকে সভাপতি ও সোলেমানকে সাধারণ সম্পাদক করে ৯টি ওয়ার্ডের সিনিয়র নেতাদের সমন্বয়ে ৬১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষনা করা হয়। গুলিয়াখালী ওয়ার্ডের সভাপতি আবুল কালাম সওদাগর ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩ নং ওয়ার্ড কৃষকলীগসহ আরো ৮ টি কমিটি ঘোষনা ও অনুমোদন প্রদান করা হয়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...