চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, দূষণমুক্ত পরিবেশ তৈরী, সংক্রমণ রোধ ও বাসযোগ্য দেশ গড়তে হাসপাতালের বর্জ্যগুলো নির্দিষ্ট বিনে রেখে দিন শেষে তা ধ্বংস করতে হবে। যত্রতত্র বর্জ্য ফেললে এক দিকে দূষণ ও অন্যদিকে মারাত্বক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। করোনাভাইরাস পরিস্থিতিতেও ব্যবহৃত পিপিই, মাস্ক, স্যানিটাইজারের কৌটা ও হ্যান্ড গ্লাভস নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা যাতে স্বাস্থ্যসম্মত হয় সে দিকে নজর দিতে হবে। এ জন্য সতর্কতাসহ নিজেকে সচেতন হতে হবে।
গতকাল ২৯ জুন সোমবার বিকেল সাড়ে ৪টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পেশাগত ও পরিবেশগত স্বাস্থ্যেও বিষয়ে সচেতনতা বৃদ্ধি সম্পর্কিত জেলা অ্যাডভোকেসী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন কর্মশালার আয়োজন করেন।
জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্টিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ( সিএস) ডা. মোঃ ওয়াজেদ চৌধুরী অভি, মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রণ) ডা. মোঃ নুরুল হায়দার ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার অসীম কুমার বড়ুয়া প্রমূখ। সভায় সিভিল সার্জন কার্যালয়ের সর্বস্তরের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।