সাতকানিয়া প্রতিনিধিঃ
ভাষা আন্দোলনের গতিময় রক্তাক্ত ইতিহাসের মধ্য দিয়ে বাঙালির হৃদয় উৎসারিত হয়েছিল একুশের অবিনাশী চেতনা। এ অমর চেতনা স্বাধিকার ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে বাঙালিকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। সাতকনিয়া আদর্শ ডিগ্রি মহিলা কলেজে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কলেজ গভর্নিং বডির সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও চাঁটগার সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুরুল আবছার চৌধুরী এসব কথা বলেন। তিনি আরো বলেন- একুশের চেতনা মানে, কারো কাছে মাথানত না করা। সুতারাং প্রতিটি ছাত্রীকে মানব সম্পদে পরিনত হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। এ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তফাজ্জুল হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত একুশের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মো: পারভেজ, আইন কলেজের সাবেক ভিপি মোহাম্মদ জসিম উদ্দীন মিন্টু ও আলহাজ্ব আহমদ হোসেন। অধ্যাপক জয়নাল আবেদীন ও অধ্যাপক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কলেজ গভর্নিং সদস্য মোহাম্মদ ইদ্রিস মিয়া, অধ্যাপক আব্দুল ওয়াহেদ চৌধুরী, অধ্যাপক ফরিদ আহমদ, অনুষ্ঠানের আহŸায়ক অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, অধ্যাপক রুহুল কাদের ও অধ্যাপক রুহুর আমিন। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুচ ছবুর, অধ্যাপক কানিজ ফাতেমা রোকসানা, অধ্যাপক আয়েশা জোবাইরা, অধ্যাপাক ওসমান গণি, অধ্যাপক আব্দুল্লাল মামুন, অধ্যাপক ফাতেমা জান্নাত, অধ্যাপক নাছরিন ফাতেমা সেতু, ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন – শাহেদা আকতার, জান্নাতুল আদন, আকলিয়া আকতার, হুরে জান্নাত, তাসমিন ফারজানা ও সাবেকুন্নাহার। অনুষ্ঠান শেষে অমর একুশের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি সনদ পত্র ও পুরস্কার তুলে দেন।