সীতাকুন্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে এক তরুণী (২৮) গত বুধবার মারা গেছেন। একই দিন তাঁর ভাবিরও জ্বর ও কাশি শুরু হয়। এতে ভয় পেয়ে পরিবারের সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই তরুণীর ভাবির নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জানায়। গতকাল ২ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে তাঁর নমুনা সংগ্রহ করা হয়।
এ বিষয়ে স্থানীয় কুমিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য জানান, গত কয়েকদিন ধরে মারা যাওয়া তরুনী জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ওই ইউপি সদস্য আরও জানান, তরুনী মারা যাওয়ার পর সবাই আতঙ্কিত হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হয়। পরে এম্ব্যুলেন্স যোগে একটি টিম এসে তরুনীর ভাবীর নমুনা সংগ্রহ করে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, ‘মারা যাওয়া ওই তরুণীর যে লক্ষণে মারা গেছে একই লক্ষন তার ভাবিরও দেখা দিয়েছে। তাই তাঁকে সাসপেক্টেড ধরে নিয়ে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য সীতাকুণ্ডে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পাঠানো হয়েছে। সেখান থেকে আজ শুক্রবার পরীক্ষার প্রতিবেদন পাওয়া যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় বলেন, মারা যাওয়া তরুনী ও তার ভাবীর নমুনা সংগ্রহের রিপোর্ট আজ হাতে আসবে। রিপোর্টে পজেটিভ আসলে সে মোতাবেক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।