গত ৬ তারিখ আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় তার ভাড়া বাসায় আসে।বর্তামানে উপজেলার পৌর সদরের গোডাউন রোডে একটি ভাড়া বাসায় রয়েছে।করোনা আক্রান্ত ব্যক্তি কমার্স ব্যাংক নারায়ণগঞ্জ শাখা কর্মরত ছিলেন। আক্রান্ত ব্যক্তির বয়স (৫০) বছর বলে জানা গেছে। সীতাকুণ্ড উপজেলায় আজ পাঁচ জনের নমুনা সংগ্রহ করা হলে একজনের করোনা সনাক্ত হয়।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে। তিনি আক্রান্ত ব্যক্তির বাড়ী লগডাইন করার উদ্দ্যেশ্যে রওনা হয়েছে।
জানা গেছে আক্রান্ত ব্যক্তিকে চট্রগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন এর নেওয়া হতে পারে।
এছাড়া উপজেলায় গত ১৪ দিনে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট তিন মহিলা সহ মোট পাঁচ জনের মৃত্যু হয়। যার মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা যিনি চট্রগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন এ চিকিৎসাধীন ছিলেন। পরীক্ষায় তার রিপোর্ট করোনা সনাক্ত হয়নি ।