সীতাকুন্ড প্রতিনিধিঃ সীতাকুন্ডের মধ্যবিত্ত পরিবারের যে কেউ ফোন করলেই মিলছে আলহাজ্ব দিদারুল আলম এমপি’র খাদ্য সহায়তা। এজন্য একটি জরুরী সেবা নম্বর চালু করেছেন সাংসদ।
করোনা ভাইরাস প্রতিরোধে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জনসমাগম নিরুৎসাহিত করতে ব্যবসা-বাণিজ্যসহ অর্থ উপার্জনকারী প্রতিষ্ঠানগুলো প্রায় বন্ধ। সমাজের অনেক মধ্যবিত্ত পরিবার অর্থ কষ্টে ভুগলেও পারিবারিক ও সামাজিক সম্মানের বিষয়টি চিন্তা করে তারা সাহায্য নিতে দ্বিধা করেন। তাদের এ আত্মসম্মানবোধের কথা বিবেচনায় আলহাজ্ব দিদারুল আলম এমপি মধ্যবিত্ত পরিবারের জন্য এ জরুরি সেবা চালু করেছেন।
তিনি বলেন, এ রকম কেউ থাকলে স্থানীয় সাংসদ আপনার সন্তান / ভাই মনে করে নিম্ন লিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি –
(০১৮২৬৫৮৭৪৮২)। ইতিমধ্যে কয়েকজন ফোন করে জাননোর পর তাদের ঘরে খাদ্য সামগ্রী পোঁছে দিয়েছি।